Tuesday, January 10, 2012

সংগ্রহ করুন নতুন Avast Internet Security 6.0.1367 (2012 Version)+ Crack License (2050 সাল পর্যন্ত মেয়াদ)

Avast Internet Security 6.0.1367 

 



যারা Avast ব্যবহার করেছেন তাদেরকে Avast সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই।আর আমার বিশ্বাস বর্তমানে কমবেশি সকলেই Avast এর সহজ Interface এবং দ্রুতগতি সম্পর্কে জানেন। Free Anti-Virus গুলোর মধ্যে Avast আমার অন্যতম পছন্দের ব্রান্ড। আর Paid Anti-Virus/Internet Security ভার্সন এর দিক দিয়ে Avast বিশ্বসেরা না হলেও এর সহজ ব্যবহারবিধি এবং দ্রুতগতির কারনে অনেকেই Avast কে পছন্দের তালিকায় রাখেন।

কয়েকজন  আমার কাছে Avast!Internet Security 6.0.1367 এর License/Crack চেয়েছিলেন। তাই আমার কাছে থাকা এই Crack টা Share করলাম। যাদের প্রয়োজন তারা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।


Setup ফাইল ডাউনলোড লিংক  >> এখান থেকে

Crack ডাউনলোড লিংক>>এখান থেকে

Mediafire Password : 2012

Crack টি যেভাবে ব্যবহার করবেন :
# Setup ফাইলটি ডাউনলোড করে Install করুন। Install করার সময় "Participate in Avast! community" Option টা Uncheck করুন।
# Install করার পরে Avast! Run করুন। এখন আপনার PC Restart করে Safe mode এ Log on করুন (Restart করে Safe mode Option আনার জন্য Windows XP ব্যবহারকারীরা F5 এবং Windows 7 ব্যবহারকারীরা  F8 চাপুন)
# Safe mode সক্রিয় হওয়ার পর Crack ফাইলটি Install করুন।
# Installation শেষ হলে PC Restart করুন।
# এবার Avast!Internet Security আইকনে ক্লিক করে Avast Open করে "MAINTENANCE" এ ক্লিক করুন।এরপর "Subscription" এ ক্লিক করে "Insert license file" এ ক্লিক করে "license file" folder এর licence ফাইলটা সিলেক্ট করুন।
# Internet সংযোগের মাধ্যমে Virus Database Update করে নিন। Job Done !
### কিন্তু কখনো "Update Program" এ ক্লিক করবেন না। তাহলে আপনার Cracked লাইসেন্সটি ব্লক করে দেওয়া হবে।
সবকিছু আমার উপরোক্ত Instruction এর মত ঠিক ভাবে করা হলে আপনি এই Screen টি দেখতে পাবেন :









(বিঃদ্রঃ Avast এর এই Crack টি শুধুমাত্র Windows 7 ব্যবহারকারীদের জন্য কার্যকর।)


(একটি অনুরোধ : প্রয়োজনের তাগিদে আনেক সময় নীতিগত ইচ্ছার বিরুদ্ধেও আমরা "পাইরেটেড সফটওয়্যার" ব্যবহার করি। কিন্তু এটা সব সময় মনে রাখবেন "সফটওয়্যার পাইরেসি দণ্ডনীয় অপরাধ " । টাকা দিয়ে আসল সফটওয়্যার  কেনা সম্ভব হলে পাইরেটেড সফটওয়্যার এর ব্যবহার এড়িয়ে চলুন।)

No comments:

Post a Comment